বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সালথায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি 

সালথায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ 

ফরিদপুরের সালথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গরবার (১৩ জুন) যুব ক্রীড়া মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন, ফরিদপুর-২ আসনের এমপি শাহদাব আকবর চৌধুরী লাবু। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি মো.  দেলোয়ার হোসেন মিয়া, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, কৃষক লীগের সভাপতি মো. সেলিম মোল্লা প্রমুখ। 

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় রামকান্তপুর ইউনিয়ন ও মাঝারদিয়া ইউনিয়নের মধ্যকার ফাইনাল খেলায় মাঝারদিয়া ইউনিয়নকে ০৩-০১ গোলে হারিয়ে রামকান্তপুর ইউনিয়ন টিম বিজয়ী হয়।

টিএইচ